রাঙ্গুনিয়ায় মাদক বিক্রেতা আটক

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

দিনে গরু আর ছাগল বিক্রি করতেন আর সন্ধ্যা হলেই নেমে পড়তেন মাদক বিক্রির কাজে। দীর্ঘদিন যাবত গরু ছাগল বিক্রির আড়ালে এভাবে মাদক ব্যবসায় করে আসছিলেন মো. সাদ্দাম নামে রাঙ্গুনিয়া উপজেলার এক যুবক। অবশেষে জনতার হাতে ধরা পড়তে হয়েছে তাকে। গত বৃহস্পতিবার (৩১ মে) রাতে উপজেলার ধামাইরহাট বাজারের জলদাস পাড়ায় মাদক বিক্রির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। সাদ্দাম উপজেলার লালানগর ফকির পাড়া এলাকার মো. মুন্সির ছেলে।
স্থানীয় মো. সাইমন নামে একজন বলেন, সে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। আমরা তাকে ফলো করতাম। অবশেষে বৃহস্পতিবার রাতে মাদক বিক্রির সময় ৫/৬লিটার দেশীয় মদসহ তাকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’
রাঙ্গুনিয়া থানার এস আই সুমন কুমার দে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ইউএনও মহোদয়ের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব জানান, তাকে অর্থদন্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরণের কাজে আর জড়াবে না এই মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে।