রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনর চাল ও শুকনো খাবার বিতরণ

4

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২৩ আগস্ট সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান উপজেলার পারুয়া, দক্ষিণ রাজানগর, লালানগর, হোছনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ঘুরে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের হাতে ২ টন চাল, মুড়ি, বিস্কুট ও খাবার স্যালাইন তুলে দেন। খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন সামাজিক সংগঠন নূরের আলো একতা সংঘ’র সদস্যরা। ইউএনও’র সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, উপজেল যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় অধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে চাল ও শুকনো খাবার দেয়া হয়েছে। জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দেয়ার পর সহায়তা পৌঁছানো হবে। যাদের কাঁচা বসতঘর বেশি নষ্ট হয়ে গেছে জনপ্রতিনিধির মাধ্যমে এসব ঘর মেরামতের জন্য উদ্যোগ নেয়া হবে।