রাঙ্গুনিয়ায় পানির স্রোতে ভেসে গেল যুবক

4

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় খালে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে গেছেন এক যুবক। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের কুলমাই খালে এই ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম মো. আরমান (২২)। তিনি লালানগরের চাঁদ নগর এলাকার মো. রাজ্জাক আলীর ছেলে।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।
আরমানের বন্ধু মো. নুরুন্নবী জানান, আরমান পেশায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন। মাঝেমধ্যে বাবার গরু ও কৃষি কাজে সহায়তা করেন। শনিবার রাতভর টানা বৃষ্টির কারণে কুলমাই খালের পানি বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল বেশি। সকালে আরমানের বাবাসহ গরু পার করার সময় পা পিছলে পানিতে তলিয়ে যান আরমান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা গিয়ে ১ ঘন্টা ধরে উদ্ধার অভিযান করেও ব্যর্থ হয়। এসময় ডুবুরি দলের এক কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মেরাজ আলী শনিবার রাতে জানান, ‘রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। তবে এখনো পাওয়া যায়নি’।