রাঙ্গুনিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ার উদ্দীপ্ত তরুণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা বুধবার দুপুরে উপজেলার মরিয়মনগর চৌমুহনী দি দাওয়াত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং। সভাপতিত্ব করেন উদ্দীপ্ত তরুণ সংঘ’র প্রতিষ্ঠাতা রবিউল মোস্তফা মুন্না। উদ্বোধক ছিলেন- মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান আলোচক ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি সনজীব কান্তি সুশীল। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ, মরিয়ম নগর ইউনিয়ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি ও উদ্দীপ্ত বøাড ব্যাংকের প্রধান উপদেষ্টা শিক্ষক এম মোরশেদ আলম, শিক্ষানুরাগী মোহাম্মদ ইমাম হোসেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন ব্যবসায়ী আনিসুল ইসলাম, আবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মুছা।