রাঙামাটির পাহাড়ি গ্রামে ফুটবল উৎসব

4

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের তালুকদারপাড়া নামক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবে পরিণত হয়েছে। এতে অগণিত নারী-পুরুষ দর্শকের ঢল নামে। শুক্রবার (১২ জুলাই) তালুকদারপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে তালুকদারপাড়া একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উলটাপাড়া একাদশ। ওই এলাকার স্থানীয়রা গ্রীস্মকালীন ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করেন। এতে আশপাশের ১৪টি গ্রামের দল অংশ নেয়। প্রতিটি খেলা দর্শকদের মাতিয়েছে। ফাইনাল খেলায় দর্শকদের উপচেপড়া ভিড় জমে। শুক্রবার বিকালে টুর্নামেন্ট কমিটির সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, ঘাগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মনিন্দ্র তালুকদার, সুকুমার কারবারি, অমৃত লাল তালুকদার কারবারি, সাধন বিকাশ চাকমা কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হাজার দর্শকের উপস্থিতি ঘটে, নামে দর্শকদের উৎসবের বন্যা।