রাঙামাটিতে যোগ দিয়েছেন জেলা ও ১২ থানার পুলিশ

5

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতেও কাজে যোগদান করেছেন জেলা ও ১২ থানার পুলিশ সদস্যরা। গত মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াৎ হোসেন পুলিশের আইজিপি ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে পুলিশের দাবি-দাওয়া মেনে নিয়ে আগামী ১৫ আগস্টের মধ্যে সকল পুলিশ সদস্যদের কাজে যোগদান করার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় রাঙামাটি জেলা পুলিশ ও জেলার ১২ থানার পুলিশ সদস্যরা গতকাল সোমবার সকালে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগদান করেছেন।
গতকাল সকালে শহরের ব্যস্ততম সড়ক বনরূপাস্থ পুলিশ বক্সের সামনে ৬দিন পর পুলিশ দেখে জনগণ আনন্দ প্রকাশ করে। অনেকেই ৬দিন পর পুলিশ দেখে দুঃখ প্রকাশ করেন।
পুলিশ হলো জনগণের বন্ধু। পুলিশ ছাড়া দেশ অচল। গত ৬ দিন সারা দেশে পুলিশের কার্যক্রম না থাকার কারণে ঝিমিয়ে পড়েছে আইনশৃঙ্খলা কার্যক্রম। পুলিশ মাঠে-ময়দানে না থাকার কারণে দেশের বিভিন্ন স্থানে দিন দুপুরে ডাকাতি হচ্ছে।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার বনরূপাস্থ পুলিশ বক্সের সামনে থেকে ৬দিন পর কাজে যোগদান করা পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।