রাউজান পৌরসভার ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

1

রাউজান প্রতিনিধি

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, সরকারি ও নেদারল্যান্ড সরকারের অর্থায়নে মেধা প্রকল্পের মাধ্যমে রাউজান পৌরসভা এগিয়ে যাচ্ছে। যা বাস্তবায়ন হলে এ পৌরসভা হবে দেশের মধ্য একটি মডেল ও দৃষ্টিনন্দন পৌরসভা। ইতোমধ্য এ পৌরসভার বিভিন্ন কর্মকান্ড সরকারিভাবে স্বীকৃতি ছাড়াও আন্তজার্তিক সংস্থা আএসও সনদ অর্জন পৌরসভার জন্য বড় অর্জন।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে রাউজান পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এবারের ২০২৪-২৫ অর্থ বছরে ১৮৩ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৯ শত ৮১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার (ভুমি) রিদুয়ানুল ইসলাম, ওসি জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। পৌরসভার কর্মকর্তা আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, শওকত হাসান, কাউন্সিলর নাছিমা আকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, বীরমুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, সাধন পালিত, সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, রাউজান প্রেস ক্লাব সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, আ.লীগ নেতা মুছা আলম খান চৌধুরী, ছাত্রনেতা মো.আসিফ, আরমান সিকদার, ব্যবসায়ি নেতা কামাল উদ্দিন, মো.এরশাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা সাকুর মিয়া, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপ সহকারী প্রকৌশলী মো. রাকিব উদ্দিন, প্রধান সহকারী সুমন কুমার বড়ুয়া, মিজানুর রহমান।
মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ঘোষিত বাজেটকে নাগরিকদের কল্যাণ, জলবায়ুর অশুভ প্রভাব মোকাবেলা ও ডেল্টা প্লান্ট বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। বাজেটে নাগরিক সুবিধা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ বান্ধব নগরায়নের দিকে গুরুত্ব দেয়া হয়েছে। তিনি জানান প্রথম শ্রেণির এই পৌরসভা ইফজিআইপি-৪ প্রকল্পে অন্তর্ভূক্ত হয়েছে। নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় রাউজান পৌরসভা একটি ডেল্টা প্ল্যানের মাধ্যমে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্পও শুরু হচ্ছে। যা পৌর এলাকার মানুষ এই প্রকল্পের সুফল ভোগ করবে।