রাউজানে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

4

রাউজান প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি, রাউজান উপজেলা (উত্তর) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৫ মে দুপুরে রাউজান সরকারি আর.আর.এ.সি মডেল উচ্চ বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত হয়েছে। এতে টেলি কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও মাওলানা ইয়াছিন হায়দরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রনজিত কুমার নাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, শিক্ষক মোস্তাক আহম্মেদ, হাবিবুল হক, বদিউল আলম। বক্তব্য রাখেন বিশ্বজিৎ মহাজন, তাপস চৌধুরী, অসিত চৌধুরী, দীপক মুৎসুদ্দী, বিশু চৌধুরী, মো. মহিউদ্দীন, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম রিজভী, পিন্টু বড়ুয়া, ফিরোজ আহম্মদ চৌধুরী, আব্দুর রশিদ, সানু দাশ, মাওলানা হাবিবুল হোসাইন, রাজু ভট্টাচার্য্য, মো. হোসাইন, জসিম উদ্দিন, রতœা রানী দাশ।