রাউজানে রাতের আঁধারে কৃষিজমি ভরাট

15

রাউজান প্রতিনিধি

রাউজানে রাতের আঁধারে কৃষিজমি ভরাট করে ভিটে করার ১ সপ্তাহের মধ্যেই আবার সেই মাটি উচ্ছেদ করেছে রাউজান পৌরসভা। গতকাল বুধবার পৌরসভার ৭নং ওয়ার্ডের দোস্ত মোহাম্মদ সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান চলে।
জানা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের এক প্রবাসী পরিবারের নতুন ভিটে করতে জামসেদ নামে এক যুবক রাতের আঁধারে কৃষিজমি ভরার করে। বিষয়টি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের নজরে আসলে তিনি তা তদন্ত করতে কাউন্সিলর আজাদ হোসেনকে নির্দেশ দেন। তদন্তে বিষয়টির সত্যতা প্রমাণিত হওয়ায় গতকাল বুধবার উক্ত কৃষিজমি থেকে ভড়াটকৃত মাটি সরিয়ে পুনরায় চাষবাদ উপযোগী করে পৌরসভা কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর আজাদ হোসেন বলেন, ‘বিষয়টি রাউজান পৌরসভার নজরে আসলে আমি ঘটনাস্থলে যাই। এতে কৃষিজমি ভরাটকারী জামসেদকে মাটি সরিয়ে নিতে নির্দেশ প্রদান করি। পরবর্তীতে রাউজান পৌরসভা উচ্ছেদ অভিযানের মাধ্যমে ভরাটকৃত মাটি সরিয়ে চাষাবাদ উপযোগী করি।’
পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ‘ রাউজানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশ কোন কৃষিজমি ভরাট করতে পারবে না। তাই আমরা ভরাটকৃত কৃষিজমি পুনরায় মাটি সরিয়ে পুনরুদ্ধার করি। তবে মাটি ভরাটের সাথে যিনি জড়িত তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’