রাউজানে গহিরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

3

রাউজান প্রতিনিধি

রাউজানে গহিরা আব্দুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার সকালে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. দীপক কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক। শিক্ষক রুবেল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান মাহমুদ, রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান সরকারি স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মনসুর মিয়া, আবদুল্লাহ আল মামুন, কে এম আবদুল্লাহ আল মতিন, নাজমা রহমান রুহি, রাজু ভট্টচার্য্য, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিংকু সেন।