রাউজানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের মাঝে ১ হাজার হাঁস বিতরণ

5

রাউজান প্রতিনিধি

রাউজানে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ১ হাজার হাঁস বিতরণ কর্মসূচি গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.জয়িতা বসু।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী। মো.জাহেদুল আলম জাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. প্রান্ত সরকার, উপ সহকারী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আল হেলাল কাউসার, টুইংক্যাল সূত্রধর, আবদুল আল আজিজ, রুবেল মহাজন, সুনন্দা চাকমা প্রমুখ।