রবীন্দ্রনাথের নাটক – ‘বিসর্জন’ ৩১ মে চট্টগ্রামে ২৫০তম মঞ্চায়ন

18

পূর্বদেশ অনলাইন
আগামী ৩১ মে শুক্রবার সন্ধ্যে সাতটায় তির্যক নাট্যদল প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাটক ’বিসর্জন’ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-র ল্যাবরেটরি থিয়েটার মঞ্চে পরিবেশিত হবে। নাটকের অগ্রিম টিকেট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে। আহমেদ ইকবাল হায়দার পরিকল্পিত ও নির্দেশিত তির্যক নাট্যদলের ৩৬তম প্রযোজনা ‘বিসর্জন’ নাটকের প্রথম প্রদর্শনী হয় ১৯৯৫ সালের ৯ আগস্ট। শততম প্রদর্শনী হয়- ২০০২ সালে এবং ২০০তম প্রদর্শনী হয়- ২০০৮ সালে। ‘বিসর্জন’ নাটকের ২৫০ প্রদর্শনী সম্পন্ন হবে আগামী ৩১ মে। ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে এবং সরল মানবিক সম্পর্কের পক্ষে ’বিসর্জন’ এর যে বাণী, শতবর্ষ পরেও তার তাৎপর্য অমলিন। বাংলাদেশে সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে ’বিসর্জন’ নাটক প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। এ নাটকটি বাংলাদেশের বিভিন্ন মঞ্চে মঞ্চায়ন ছাড়াও কোলকাতার বিভিন্ন মঞ্চে মঞ্চায়িত হয়েছে এবং ব্যাপক সমাদৃত হয়েছে। বিসর্জন নাটকে অভিনয়ে এবং নেপথ্যে রয়েছেন – লাকী আমিন, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, মাহাবুবুল ইসলাম রাজীব, সুজিত চক্রবর্তী, ফারজানা ইসলাম টিনা, অজয় ত্রিপুরা, শহিদুল ইসলাম রিয়াদ, অর্পিতা চৌধুরী রূপা, সাইদুর রহমান চৌধুরী, হৃদয় দেব, শায়েলা শারমিন স্বাতী, তনিমা তাসমিন, এ কে এম ইছমাইল, রমিজ আহমেদ, প্রমি ভট্টাচার্য্য ও আহমেদ ইকবাল হায়দার।