রজভীয়া নুরীয়া কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

4

রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি ১০ জুলাই বুধবার সকালে চট্টগ্রাম ডিসি হিলে বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, পরিবেশের স্বাভাবিকতা ও ভারসাম্যের প্রয়োজনে এবং সভ্যতার বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। মানুষের জীবন-জীবিকার জন্যও বৃক্ষ অতীব গুরুত্বপূর্ণ। বৈষয়িক প্রয়োজনেও তাই বৃক্ষরোপণ করা একান্ত দরকার। যেকোনো ফল ও ফসল উৎপন্ন হলেই তা মানুষের কল্যাণ বয়ে আনে। এমনকি ওই ফল বা ফসল যদি উৎপাদনকারী বা প্রকৃত মালিক নাও পায়, কেউ যদি চুরি করে নিয়ে যায় তাতেও সমাজের কারও না কারও প্রয়োজন পূর্ণ হয়। ইসলাম এ বিষয়ে মানুষকে সান্তনা প্রদান করেছে। নবী করিম (সা.) বলেছেন, ‘যদি কোনো মুসলিম কোনো ফলের গাছ লাগায় বা বাগিচা করে অথবা ক্ষেতে কোনো শস্যের বীজ বপন করে, তা থেকে উৎপন্ন কোনো ফল মানুষ বা পশুপাখি খায়, তবে ওই বৃক্ষের মালিক, বাগিচাওয়ালা বা ক্ষেতওয়ালা সদকার সওয়াব পাবে।’ ইসলামে ফল বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সওয়াবের কাজ হিসেবে ‘সদকায়ে জারিয়া’ বা অবিরত দানরূপে আখ্যায়িত করা হয়েছে। তেমনিভাবে জীব-বৈচিত্র রক্ষার জন্য বনজ-ঔষধি বৃক্ষ খুব প্রয়োজন। আসুন, আমাদের নিজের প্রয়োজনে হলেও একটি করে বৃক্ষ রোপন করি। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সচিব মুহাম্মদ আয়ুব তাহেরী, সহ-অর্থ সচিব মুহাম্মদ আমান উল্লাহ, প্রচার সচিব ওসমান জাহাঙ্গীর, সহ-প্রচার সচিব নুরুল হুদা আক্কাস, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব মুহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, নির্বাহী মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ কায়সার প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৫ জুলাই পর্যন্ত রজভীয়া নূরীয়া কমিটির বিভিন্ন আওতাধীন শাখা এ কর্মসূচি পালন করবে। বিজ্ঞপ্তি