যুবদের মেধা কাজে লাগিয়ে দেশকে বদলে দিতে হবে

1

বাংলাদেশ ইসলামী যুবসেনার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবসেনার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও নগরীতে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শুক্রবার নগরীর আন্দরকিল্লা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবসেনার সভাপতি মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রকাশনা সচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার ইপ কমিটির সদস্য মাওলানা এনাম রেজা। সমাবেশে বক্তারা বলেন, যুব তরুণদের মাঝে অমিত সম্ভাবনা বিদ্যমান কিন্তু যুব সমাজ আজ অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। তাদেরকে নিয়ে সরকারি বা বে-সরকারি বড় পরিকল্পনা নেই। ফলে যুব তরুণরা আজ অবক্ষয়ে নিমজ্জিত। যুব সমাজের অমিত সম্ভাবনা মেধা ও সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে দেশকে ভেতর থেকে বদলে দিতে হবে। ইসলামী যুবসেনাই যুবসমাজের অবিকল প্লাটফরম বলে বক্তারা উল্লেখ করেন। সমাবেশে প্রধান বক্তা ছিলন যুবসেনা কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন, মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা শেখ আরিফুর রহমান, মুহাম্মদ আমান উল্লাহ, মহানগর যুবসেনার সাবেক সভাপতি জসিম উদ্দীন, ইউএই খোদ্দামুল মুসলেমীন নেতা দিদারুল আলম। স্বাগত বক্তব্য দেন প্রস্তুতি কমিটির আহবায়ক আমির হোসেন লিটু, অর্থ সম্পাদক ওসমান গনী। সদস্য সচিব মাসুম বিল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ শেষে এক বিশাল র‌্যালি আন্দরকিল্লা চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বিজ্ঞপ্তি