যুদ্ধবিমান উড্ডয়নের নির্দেশ তাইওয়ানের

2

যুদ্ধবিমান উড্ডয়ন ও ক্ষেপণাস্ত্র সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে তাইওয়ান। বৃহস্পতিবার এই নির্দেশনার মাধ্যমে নৌ ও স্থলবাহিনীকে সতর্ক থাকতে বলেছে স্ব-শাসিত এই দেশটি। স্ব-শাসিত এই দ্বীপটির চারপাশে চীনা সামরিক মহড়ার চলাকালীন এই নির্দেশ দিয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে। চীনের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার সকালে তাইওয়ানের চারপাশে নৌবাহিনীর জাহাজ ও সামরিক উড়োজাহাজ নিয়ে মহড়া দেওয়া শুরু করেছে চীনের সেনাবাহিনী। দুই দিনের সামরিক মহড়া চালাবে চীন। কারণ দ্বীপটিকে চীনের জাতীয় ভূখন্ডের অংশ হিসেবে দাবি করে বেইজিং।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের অযৌক্তিক উসকানিমূলক কর্মকান্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। মন্ত্রণালয় বলেছে, কোনও দ্বন্দ্ব চায় না তাইওয়ান। কিন্তু এটি থেকে সরেও আসবে না।