যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ

1

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্টের পর এবার ইউরোপের একাধিক দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোয় ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ। মঙ্গলবার (৭ মে) জার্মানির রাজধানী বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির একটি বিক্ষাভ-সমাবেশ ভেঙে দিয়েছে পুলিশ। ক্যাম্পাসে তখন কয়েকশ বিক্ষোভকারী অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার আহব্বানও জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এপি এই খবর জানিয়েছে।
বার্লিনে বিক্ষোভকারীরা প্রায় ২০টি তাঁবু স্থাপন করেছিল। এসব তাবুকে ঘিরে একটি মানববন্ধন তৈরি করেছিলেন তারা। এসময় অধিকাংশের মুখ মেডিকেল মাস্ক দিয়ে ঢাকা ছিল এবং মাথায় জড়ানো ছিল কেফিয়াহ স্কার্ফ। এসময় তারা ‘ভিভা, ফিলিস্তিনা ভিভা’ অর্থাৎ ‘দীর্ঘজীবি, ফিলিস্তিন দীর্ঘজীবি হোক’ বলে স্লোগান দিচ্ছিলেন।
বার্লিন পুলিশ শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার আহবান জানালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকজন শিক্ষার্থীকে সরিয়ে নেয় পুলিশ। আরও কয়েকজনের ওপর ব্যবহার করে পিপার স্প্রে।
একটি বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন, বিক্ষোভকারীরা যে কোনও ধরণের সংলাপ প্রত্যাখ্যান করায় ক্যাম্পাস খালি করার জন্য পুলিশ ডাকতে বাধ্য হয়েছে তারা।
প্রশাসকরা জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী ফ্রি ইউনিভার্সিটির কক্ষ এবং কনফারেন্স হলে প্রবেশের চেষ্টা করেছিল। বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বার্লিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে এই বিক্ষোভ শুরু হয়েছে। অন্যান্য শিক্ষার্থী এবং অধ্যাপকদের তাদের সঙ্গে যোগ দেওয়ার আহŸান জানিয়েছেন বিক্ষোভের সংগঠকরা।
সা¤প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব হয়ে ওঠেছেন ফিনল্যান্ড, ডেনমার্ক, ইতালি, স্পেন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার, আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের ক্যাম্প ভেঙে দিয়েছিল ডাচ পুলিশ। পুলিশের মুখপাত্র সারা টিলার্ট বলেছেন, তখন প্রায় ১৪০ জন বিক্ষোভকারীকে গেফতার করা হয়। তাদের মধ্যে দুজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ক্যাস্প স্থাপন করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
অস্ট্রিয়ায় ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রায় ২০টি তাঁবু পেতে বসেন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের ঘেরাও করে রেখেছে। তবে এই বিক্ষোভ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে ভিয়েনা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রিয়ান ইউনিয়ন অব স্টুডেন্টস সংগঠন।
অক্সফোর্ড এবং কেমব্রিজসহ যুক্তরাজ্যের প্রায় এক ডজন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ক্যাম্প গড়ে উঠেছে। প্রতিষ্ঠানগুলোকে তাদের বিনিয়োগ সম্পূর্ণরূপে প্রকাশ করা, ইসরায়েলের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা থেকে বিচ্ছিন্ন করার আহŸান জানিয়েছেন বিক্ষোভকারীরা।