মোহামেডানের রেকর্ডের দিনে মুর্শিদা ও সোবহানার সেঞ্চুরি

4

স্পোর্টস ডেস্ক

মেয়েদের প্রিমিয়ার লিগে রেকর্ডময় এক দিন। মোহামেডান স্পোর্টিং ক্লাব গড়েছে সর্বোচ্চ রানের রেকর্ড, দলটির ওপেনার মুর্শিদা খাতুন ব্যক্তিগত সংগ্রহের। বড় জয় পেয়েছে তারা। একই দিনে সহজ জয় পেয়েছে রূপালী ব্যাংক, জিতেছে বিকেএসপিও। বিকেএসপির তিন নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবকে ২৫১ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে রেকর্ড ৩৯২ রান করে তারা। ওই রান তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় গুলশান ইয়ুথ ক্লাব। শুরুতে ব্যাট করতে নেমে ১৩৫ রানের উদ্বোধনী জুটি পায় মোহামেডান। ফারিয়া আক্তারের বলে ৪১ বলে ৭৫ রান করে ভারতীয় ব্যাটার জেসিয়া আক্তার আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। এরপর সোবহানা মোস্তারির সঙ্গে ২৯৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। ইনিংসের এক বল বাকি থাকতেই ফারিহার বলে ক্যাচ দেওয়ার আগে ৬ চার ও ৭ ছক্কায় ১০১ বলে ১২৮ রান করে আউট হন সোবাহানা। শেষ অবধি অপরাজিত থাকা মুর্শিদা গড়েন প্রিমিয়ার লিগে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ২৩ চার ও ২ ছক্কায় ১৫৭ বলে ১৭৯ রান করেন তিনি। মোহামেডানের ৩৯২ রানও প্রিমিয়ার লিগের রেকর্ড, গত আসরে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে করা বিকেএসপির ৩২১ রান ছিল সর্বোচ্চ।