মোস্তফা জামাল লামার চেয়ারম্যান নির্বাচিত

9

লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচনে মো. মোস্তফা জামাল আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০ হাজার ৬৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. জাকের হোসেন মজুমদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট।
এছাড়া প্রদীপ কান্তি দাশ টিউবওয়েল প্রতীক নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান ও সুলতানা নাজমা প্রজাপতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গতকাল রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হোসেন চৌধুরী নির্বাচনী ফল ঘোষণা করেন।
তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। ভোট চলাকালিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।