মোদিকে মনোচিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ রাহুলের

2

আন্তর্জাতিক ডেস্ক

আবারও নিজেকে ঈশ্বরের দূত বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৪ মে) এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। আর তার এই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদিকে মনোচিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।ভারতের সংবাদমাধ্যম এই সময় এ খবর জানিয়েছে। দিল্লীর এক নির্বাচনী জনসভায় রাহুল আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি জৈবিকভাবে জন্মগ্রহণ করেননি। দেশের সমস্ত মানুষ জৈবিকভাবে জন্মেছেন। কিন্তু তিনি ঈশ্বরের দূত। একটি মিশনের জন্য নাকি পরমাত্মা তাকে পাঠিয়েছেন। জনসভার মঞ্চে হেসে রাহুলের কটাক্ষ, যদি কেউ আপনার কাছে এসে এমনটা বলেন, আপনি তো তাকে মনরোগ বিশেষজ্ঞের কাছেই পাঠাবেন।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেন, অনেকেই হয়ত আমায় পাগল বলবেন। কিন্তু আমি নিশ্চিত, পরমাত্মা আমায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। আর সেকারণেই আমি পুরোপুরি ঈশ্বরের জন্য নিজেকে উৎসর্গ করেছি বলেও দাবি করেছেন মোদি। তবে তিনি সরাসরি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন না বলে আক্ষেপও করেছেন।