মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউটে মানববন্ধন

3

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ নন-নার্স প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে কালো পতাকা মিছিল ও মানববন্ধন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ নার্সিং ইন্সটিটিউট। গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ নার্সিং ইন্সটিটিউট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রবর্তক মোড় থেকে ঘুরে পুনরায় ইন্সটিটিউটে এসে শেষ হয়। মানববন্ধনে সরকারি ও বেসরকারি হাসপাতালের নার্স ও শিক্ষকরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও কাউন্সিলের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি পদে নন-নার্স ক্যাডারদের সরিয়ে সেই পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে। ৯ সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়। আন্দোলন চলমান অবস্থায় একজন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। তারও অপসারণ চান তারা। এছাড়া নার্সিং পদে বৈষম্যে দূর করার কথা বলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা এখন এক দফা দাবিতে আন্দোলন করছি। আমরা একাধিক জায়গায় লিখিতভাবেও জানিয়েছি। কিন্তু আমাদের দাবি এখনো মেনে নেওয়া হচ্ছেনা। এই দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাবে নার্সরা। চিকিৎসা সেবাও বন্ধ রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বিজ্ঞপ্তি