মেট্রোপলিটন হাসপাতালে ফোর্থ জেনারেশন এমআরআই চ্যানেল

4

চিকিৎসাসেবাকে আরও নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নতুন সংযোজন ফোর্থ জেনারেশন ত্রি টেসলা এমআরআই চ্যানেল উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
তিনি বলেন, নতুন নতুন আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে সব ধরনের চিকিৎসাসেবার ব্যবস্থা করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষ যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। তা চট্টগ্রামবাসীর জন্য খুবই উপকার হবে।
সরকার জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে, এ কথা উল্লেখ করে পেয়ারুল ইসলাম বলেন, স্বাস্থ্যখাতের সাফল্যে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ সাশ্রয়ী উপায়ে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে অনন্য উদাহরণ।
হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তা ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক, বিএমএ চট্টগ্রাম সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। বিজ্ঞপ্তি