মেঘের কোলে রোদ হেসেছে

136

মেঘের কোলে রোদ হেসেছে আয়রে তোরা আয়
বৃষ্টি বাদল নামবেনা আর খেলার মাঠে যাই।
বুলবুলিটা গান ধরেছে দেখরে চেয়ে দেখ
ঘাসের ডগায় রোদের হাসি চললো দূরে মেঘ।

ও মেঘ তুমি আর এসোনা যাওগো তোমার ঘর
আকাশ তোমার ভেসে থাকো সারা জীবন ভর।
একলা দূপুর ডেকে বলে দস্যি তোরা কই
সবুজ ঘাসে রোদের নূপুর করো গো হই চই।

দল বেঁধে আজ যাই ছুটে যাই হবেই হবে জিত
রোদের কণা বাজায় দেখো আনন্দ সংগীত।
বদ্ধ ঘরে কেমনে থাকে ঘর পালানো মন
রোদের নায়ে করবো সবাই আনন্দ ভ্রমণ।

হালদা নদের নেয়ে হব আনবো তুলে জল
ধুলো মেখে হব সবাই দুষ্ট ছেলের দল।
মেঘের কোলে রোদ হেসেছে বৃষ্টির দিন শেষ
আলোর রঙে সাজলো আমার সোনার বাংলাদেশ।