মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির ইতিহাসের সূর্যসন্তান

4

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে “বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ও একজন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবু বাছেত” শীর্ষক স্মরণসভা আমবাগানস্থ আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী আবদুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় আইডিইবি এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবু বাছেতের স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র কুমার নাথ, বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইডিইবি’র সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু তাহের, সাবেক সহ সভাপতি প্রকৌশলী মোঃ রহিম উল­াহ, চট্টগ্রাম জেলা আইডিইবি’র আহবায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব প্রকৌশলী মোঃ করিম উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এন এইচ এম জাহাঙ্গীর, জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মোঃ আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী এস এম সেলিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী, টিএসপি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির প্রকৌশলী মোঃ তুহিন সরকার, গনপূর্ত ডিপ্লোমা প্রকৌশলী সমিতির প্রকৌশলী মনোজ কুমার দে, ড্রাইডক ডিপ্লোমা প্রকৌশলী সমিতির প্রকৌশলী কে এম মোক্তাদির বিল্লাহ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবু জাফর, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, অর্থ সম্পাদক প্রকৌশলী শুভাশীষ দাশ শুভ, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌশলী আবু তাহের, বঙ্গবন্ধু ডিপ্লোমা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ নোবেল প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির ইতিহাসের সূর্যসন্তান। বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ আবু বাছেত আমৃত্যু দেশ ও জনগণের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। চট্টগ্রামের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন উচ্চকন্ঠ।