মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল কমিটি গঠন

4

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিডিএফএ) আয়োজিত ৩য় বিভাগ ফুটবল লীগে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি অংশ গ্রহণ করছে। লীগে একটি শক্তিশালী ফুটবল দল গঠনকল্পে সংগঠনের সভাপতি ও সিডিএফএ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ফুটবল কমিটিতে সাবেক সভাপতি দিদারুল আলম চৌধুরীকে চেয়ারম্যান, সাবেক কৃতি গোলরক্ষক তুহিন বড়ুয়াকে ম্যানেজার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাফর মাষ্টারকে চীফ কো-অরডিনেটর মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ কো-চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম, মির্জা সাইফুদ্দীন ছুট্টু, সাজ্জাতুল ইসলাম চৌধুরী, হিরুপ বড়ুয়া, কারু কাঞ্চন আচার্য্য,আহম্মদ উল্লাহ চৌধুরী, কোচঃ আবু সরওয়ার চৌধুরী ও বিশ্ব রায়। সমন্বয়কারীঃ মিজানুর রহমান নান্টু, এম এইচ সাহেদ, মোঃ আলাউদ্দীন, কাজী রবি, সদস্য সচিবঃ মোস্তফা আহমেদ, কামরুল হাসান বুলেট। সদস্যবৃন্দঃ আনোয়ার হোসেন উজ্জল, মফিজ, সালাহ উদ্দীন, মির্জা মিজান জনি, সায়মন, জসিম, করিম, মিজান উদ্দীন, রুবেল দাশ, সাদ্দাম হোসেন, ইরফান, ফাহিম, সৈয়দ নূরনবী, রিপন, রহিমুল হাছান, এরশাদুল আলম, নজরুল ইসলাম, আরিফ, সজীব, বাপ্পী, নরওয়ার, বিটু বড়ুয়া, প্রিয়তোষ মালাকার, মনির।