মা ও শিশু হাসপাতালকে প্রতীকী মূল্যে জমির দলিল হস্তান্তর

9

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে সরকারের ভ‚মি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ০.০৪৮৮ একর জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তি প্রদান করা হয়। সরকারের পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ইতিমধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনুক‚লে রেজিষ্ট্রি সম্পাদন করেছেন। ৩০ মার্চ ভ‚মি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জমান চৌধুরী এমপি আনুষ্ঠানিকভাবে উক্ত জমির দলিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর সম্পদ। দীর্ঘদিন ধরে এই হাসপাতাল চট্টগ্রামবাসীকে সেবা দিয়ে যাচ্ছে। চট্টগ্রামবাসীর নিজ দায়বদ্ধতা থেকে এই হাসপাতালের উন্নয়নে এগিয়ে আসা উচিৎ।
এ সময় আনোয়ারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিম উদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, মেম্বার মো. হারুন ইউসুফ, ছৈয়দ ছগীর আহমদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি