মাহিদ ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

6

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ পতেঙ্গার মাহিদ ফুডস লিমিটেড নামের একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে অন্য কোম্পানির আইসক্রিম। গতকাল সোমবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিষয়টি ধরা পড়ে।
অনিবন্ধিত প্রতিষ্ঠানটির এ অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
একই অভিযানে সতর্ক করা হয় পতেঙ্গা মাঝের পাড়ার পার্ক আইসক্রিম ও ইপিজেডের হাজি বিরিয়ানি ঘরকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী এ অভিযানে অংশ নেন।