মালিকের দৈনিক জমা কমানোর দাবি

3

সিএনজিচালিত অটোরিকশা মালিকের দৈনিক জমা কমানোর দাবিতে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে ও সহ-সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় বহদ্দারহাট মোড়ে গতকাল সকাল ১০ টায় শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মাওলা, বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি বিনম্ন শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বলেন, বিগত সরকার মালিকদের এজেন্ডা বাস্তবায়নে সিএনজিচালিত অটোরিকশার দৈনিক মালিকের জমা ৬০০ টাকা থেকে তরিগড়ি করে রাতারাতি ৯০০ টাকা নির্ধারণ করে। তা আবার গেজেট আকারেও প্রকাশ পায়। কিন্তু অতীব দুঃখের বিষয় মালিকেরা তাতেও সন্তুষ্ট না হয়ে সরকারি গেজেট অমান্য করে ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত চালকদের জিম্মি করে তাদের কাছ থেকে দৈনিক জমা আদায় করে থাকে। তারপর আবার গ্যারেজে দারোয়ানির নামে নিরবভাবে ৩০ থেকে ৫০ টাকা চাঁদাবাজি করা হয়। যা সম্পূর্ণ বেআইনি। এসকল বিষয় নিয়ে বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রাম করা হয়। চালকদের দাবি মালিকগণ মেনে নেয়নি। এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হলেও তা কার্যকর করা হয়নি। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হওয়ায় এসব চালক-শ্রমিকগণ পরিবহন জগতে বৈষম্য দূর করে মালিকের দৈনিক জমা ৬০০ থেকে ৭০০ টাকা করা ও দারোয়ানের নামে গ্যারেজ মালিকের চাঁদাবাজী বন্ধ করার দাবিতে সমাবেশ করলে তাৎক্ষনিক বাংলাদেশ সেনাবাহিনী, চান্দগাঁও থানা পুলিশ কর্মকর্তা ও সমন্বয় পরিষদের ছাত্র সমন্বয়ক এবং মালিক ও শ্রমিক পক্ষসহ বৈঠকে আলোচনার মাধ্যমে আগামী ৭দিনের মধ্যে চালক-শ্রমিকদের দাবিগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলন ইউনিয়নের কেন্দ্রীয় সহসম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, মো. আলম, মো. সিরাজ, মো. হাসান মোল্লা, মো. ইমরান, মো. কামাল হোসেন ভান্ডারী, মো. রুবেল, শাহাব উদ্দিন, মো. মানিক ও মো. মিরাজ প্রমুখ। সমাবেশ শেষে এক মিছিল বহদ্দারহাট থেকে বাদুরতলা বড় গ্যারেজের সামনে গিয়ে শেষ হয়। খবর বিজ্ঞপির