মানুষের কথা ভেবেই এগিয়ে আসতে হবে তরুণদের

6

অসহায়-দুস্থ মানুষের কথা ভেবে তরুণদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ড. অনুপম সেন। তিনি বলেন, মানুষের কথা ভাবতে হবে, তাদের নিয়ে তরুণদের ভাবতে হবে, এগিয়ে আসতে হবে। গত সোমবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। কবি ও প্রাবন্ধিক মিনার মনসুরের একুশে পদক প্রাপ্তি উপলক্ষে চট্টগ্রাম নাগরিক সমাজের উদ্যোগে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক সমাজ চট্টগ্রামের আহব্বায়ক খোরশেদ আলম সুজন। শুরুতে কবি মিনার মনসুরের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রবন্ধ পাঠ করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, মিনার মনসুরের লেখা পড়ে মুগ্ধ হয়েছি। তিনি তার লেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি নারী ও শিশু হত্যা নিয়ে বারবার লিখেছেন। তিনি আরও বলেন, দেখি-অনেক মানুষ ফুটপাতে শুয়ে আছে। মিনার মনসুররা একদিন তাদের জন্যই সংগ্রাম করেছেন, এখনো করছেন। এসব মানুষের কথা ভাবতে হবে, তাদের নিয়ে তরুণদের ভাবতে হবে, এগিয়ে আসতে হবে।
সংবর্ধনার প্রতিক্রিয়ায় কবি মিনার মনসুর বলেন, আমি একুশে পদক পেতে চাইনি, কবি হতে চাইনি, বিপ্লবীও হতে চাইনি; আমাদের চোখের সামনে যে অন্যায় হয়েছিল, শিশু হত্যা হয়েছিল, নারী হত্যা হয়েছিল- তার প্রতিবাদ করেছি মাত্র। আমি একুশে পদক পাওয়ার পর যখন জিজ্ঞেস করা হয়- আমার প্রতিক্রিয়া কি? আমি বলেছিলাম, প্রধানমন্ত্রী আমাকে যে পদকটি দিয়েছিলেন সেটি আসলে আমাকে দেননি, পঁচাত্তরের পরে আমার মতো অখ্যাত, অজ্ঞাত হাজার হাজার তরুণ লড়াই করেছে মাঠে আমি তাদের পক্ষ থেকে পদকটি গ্রহণ করেছি মাত্র।
খোরশেদ আলম সুজন বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য স্বপ্ন দেখেছেন, স্বপ্নের বীজ বপন করেছেন এবং সেই বৃক্ষের ফল আমাদের জন্য দিয়ে গেছেন। নাগরিক সমাজের সদস্য সচিব শাহরিয়ার খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, কোডেক উপনির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত, ড. আবদুল্লাহ আল মামুন, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়ব, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, অনুবাদক ও গবেষক আলম খোরশেদ, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, রাশেদ মনোয়ার, এডভোকেট এটিএম আফতাবউদ্দীন, কবি দিলওয়ার চৌধুরী, কবি ইউসুফ মোহাম্মদ, কামরুল হাসান হারুন, জামশেদুল আলম চৌধুরী, এডভোকেট মুজিবুল হক, সাইফুদ্দিন সাকী, মশিউর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কাজী সিরাজুল ইসলাম, দিলরুবা খানম, মিশফাক রাশেল, মারওয়া আনজুমানে জান্নাত, সৈয়দ হোসেন বাবু। বিজ্ঞপ্তি