মানসিক ভারসাম্যহীনদের মাঝে ভবঘুরে উন্নয়ন সংস্থার খাবার ও পানি বিতরণ

2

মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জীবনমান উন্নয়ন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে কাজ করা সংস্থা ‘ভবঘুরে’ উন্নয়ন সংস্থার আয়োজনে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত, শ্রমজীবী ও মস্তিষ্ক বিকৃত মানসিক ভারসাম্যহীন ‘ভবঘুরে’ মানুষদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত, হাত পাকা ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, মো. মনিরুল ইসলাম, মো. কামরুল পাশা, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, ভবঘুরে উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়াম্যান মো. আলমগীর বাদশা, উপদেষ্ঠা ডা. হোসেন আহম্মদ, লায়ন মো. ইব্রাহীম প্রমুখ। কর্মসূচির আয়োজন হয় নগরীর সল্টগোলা ক্রসিং মোড় থেকে শুরু হয়ে সিটির গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে। এ সময় প্রধান অতিথি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও মানবিক কর্মকাÐে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলো সব সময় দেশ ও মানুষের কল্যাণে একযোগে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি