‘মানবিক সৌন্দর্য্যরে জন্য কবিতা-বই’

3

বাংলাদেশ রাইটার্স ক্লাব এর আয়োজনে কবিতা বাংলা ভ্রমণ অনুষ্ঠানে ‘মানবিক সৌন্দর্য্যরে জন্য কবিতা-বই’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজনের অংশ হিসাবে ১৮ মে বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা ও কবিতা পাঠ। চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এর সভাপতিত্বে কবিতা পাঠ অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা, চবি সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ ও প্রফেসর হোসাইন কবির, ভারতের কবি ড. দোলা বাজপিয়, শ্যামলজালা, মহিবুর রহমান, মেঘনাথ ঘোষাল, সাদেক, নেপালের প্রকাশ থামসুহাং, চন্দ্র গুরুং এবং বাংলাদেশের নাদিরা খানম, সাদিকা কামাল, রহিম শাহ, ইউসুফ রেজা, কাজী আনিসুল হক, জাহাঙ্গীর হোসেন, কাজী আনার কলি, আনোয়ারুল করিম, অমল বড়–য়া ও মাহমুদুল হাসান সহ বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে ৬৫ জন বিশিষ্ট কবি কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ও নেপালের কবিবৃন্দ কবিতা পাঠের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত কবিবৃন্দ প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা জীববৈচিত্রের অভয়ারণ্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নান্দনিক সবুজ ক্যাম্পাস ভ্রমন করেন।