মাদকের ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি

5

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফল হলেও দেশের আইনশৃঙ্খলা বাহিনী মাদক নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ বলে মনে করেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিলেন জঙ্গি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’। আমরা জঙ্গির ক্ষেত্রে সেটা সফল হয়েছি। একটা জায়গায় আমরা সফল হতে পারিনি, সেটা মাদক। আমি যদি আমার বিবেকের কাছে প্রশ্ন করি, আমার ব্যর্থতা স্বীকার করতে পিছপা হব না। মাদকের ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। এ ব্যর্থতা শুধু আমার না, এ ব্যর্থতা পুরো জাতির’।
চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ সদর দপ্তরের এলিট হলে চট্টগ্রাম-কক্সবাজার এলাকার জলদস্যুদের আত্মসমর্পণের এক অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন।
জঙ্গিবাদের উত্থান নিয়ে খুরশীদ হোসেন বলেন, ‘এ দেশে ২০০৪ সালে নর্থ বেঙ্গল থেকে জঙ্গি উত্থান হয়েছিল। হয়তো আমরা তা নির্মূল করতে পারিনি। কিন্তু নিয়ন্ত্রণ করেছি। সন্ত্রাসী, জঙ্গি, জলদস্যু যাই বলেন আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এটা ঠিক বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে ক্রাইম ফ্রি আছে। সবাই অপরাধকে নির্মূল করতে পারেনি। নিয়ন্ত্রণ করতে পেরেছে। সেক্ষেত্রে আমরা সফল’। খবর বিডিনিউজের