মাইন বিস্ফোরণে গুরুতর আহত দুই বাংলাদেশি

2

বান্দরবান প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিচ্ছিন্ন হয়েছে একজনের পা। আশংকাজনক অবস্থায় আহত ২ জন কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে নবী হোসেন প্রকাশ সোনা মিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে স্বজনরা। অন্য একজনের নাম আবু তাহের। দুই জনই ঘুমধুম এলাকার বাসিন্দা।
আহতদের স্বজনরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে সীমান্তের পশ্চিমক‚ল নামক জায়গায় এই বিস্ফোরণ হয়। এতে আরো তিন জন নিখোঁজের তথ্য দেন তারা। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে জানান, ঘুমধুমে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুনেছি। যারা আহত হয়েছে তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, দু’জন আহত হয়েছে, তবে কেউ নিখোঁজের তথ্য নেই।