মাইজভান্ডার দরবারে ফল ফাতেহা শরীফ ও মাহফিল আজ

4

আজ ২৩ মে বাদ আসর দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর যৌথ ব্যবস্থাপনায় মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন দরবারে গাউছুলআজম, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী সভাপতি, মুর্শিদে বরহক শাহ সুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.)’র নির্দেশক্রমে ও ছদারতে প্রতিবছরের ন্যায় জ্যৈষ্ঠ মাসের ফল ফাতেহা শরীফ ও মাসিক মাহফিল যথাযোগ্য মর্যাদায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জেলা সমন্বয় কমিটি, শাখা ও দায়রার সকল খাদেমান, গোলামান, আশেকে গাউছে মাইজভান্ডারীদের যথাসময়ে আদব সহকারে উপস্থিত হয়ে গাউসুল আজম মাইজভান্ডারীর ফয়েজ, রহমত হাসিলের জন্য আহবান জানানো হয়। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- বাদ মাগরিব হয়রত গাউসুল আজম মাইজভান্ডারীর রওজা শরীফে মিলাদ, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ মোনাজাত, বাদ এশা হযরত গাউছুল আজম মাইজভান্ডারীর পবিত্র রওজা পাকে মহামান্য আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারীর ছদারতে মিলাদ, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ, মোনাজাত ও জিয়ারতে তাওয়াফ এবং গাউসুল আজম মাইজভান্ডারী আনুগত্য দোয়ার মেহরাব হতে মাইজভান্ডারী তরিকা তরতীব অনুযায়ী সামা মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি