মহেশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

3

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সভা উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার, ১১জুলাই দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দাতা সংস্থা ডঋচ এর সহযোগিতায় এবং বে সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে একপি কর্মসূচি বাস্তবায়ন হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহেশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি.মহেশখালী এর সমন্বয়ে প্রকল্পের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,উপজেলার নির্বাহী অফিসার মীকি মারমা, পৌরসভার মেয়র মকছুদ মিয়া, ভাইস চেয়ারম্যান আবু ছালেহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার হোসেন, ডঋচ কক্সবাজার প্রোগ্রাম এসোসিয়েট বন্যা পাল, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার আজিজুর রহমান, ছৈয়দ মোঃ জাহাঙ্গীর হোসেন, সুশীলনের মহেশখালী প্রজেক্টক অফিসারসহ বিভিন্ন ইউনিয়নের সুশীলনের প্রতিনিধিবৃন্দ। এতে বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মী উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দুর্যোগের বিষয়ে সচেতনতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন এবং অতীতে দুর্যোগের পরবর্তীতে দাতা সংস্থা ডঋচ এবং বে- সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগিতার কথা তুলে ধরে তাদের কাজের প্রশংসা করেছেন।