‘মসজিদ যেন সামাজিক উন্নয়ন কেন্দ্র হয়ে ওঠে’

0

ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী গ্রিন মস্কে পবিত্র জুমার নামাজ আদায় করেন প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ৩১তম বংশধর, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের শাহ্জাদা শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী। এসময় তিনি মসজিদটির স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হন। তিনি এক বার্তায় বলেন, তুরস্ক ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। ইসলামি সংস্কৃতির প্রসার ঘটাতে পারলে, মুসলিমদের মাঝে নতুন এক জাতীয় চেতনা জাগ্রত হবে। আজ মুসলিমরা নিজেদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্যকে ভুলে বিজাতীয় সংস্কৃতির পেছনে ছুটছে।
নিজস্ব সত্তা থেকে হারিয়ে যাওয়া আত্মঘাতী। এ ক্ষেত্রে সুফি, স্কলার, মুসলিম বিশ্বের শাসকদেরকে ইসলামি সংস্কৃতির প্রসারে দায়িত্বশীল হতে হবে। মসজিদগুলো যেন শুধু নামাজের জন্য সীমাবদ্ধ না থেকে, সামাজিক উন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি ও জনসচেতনতা গড়ার কেন্দ্র হয়ে ওঠে। শিশুদেরকে অনেকে মসজিদে আসতে নিরুৎসাহিত করেন। অনেকে মসজিদে শিশুদের দুরন্তপনা দেখলে রাগ করেন। বিজ্ঞপ্তি