মমতা রাইজ প্রকল্পের বিনামূল্যে আইক্যাম্প

1

মমতার পরিচালিত রিইমেজিনিং ইন্ডাস্ট্রি টু সাপোর্ট ইক্যুয়ালিটি-রাইজ প্রকল্পের উদ্যোগে তৈরি পোশাক শিল্পে কর্মজীবীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প (আইক্যাম্প) গত ৬ মে অনুষ্ঠিত হয়। নগরীর সিইপিজেডস্থ ইনটিমেইট ক্রিয়েশন লি. গার্মেন্ট ফ্যাক্টরীতে অনুষ্ঠিত উক্ত চক্ষু ক্যাম্পের আওতায় মোট ২১০ জন তৈরি পোশাক শ্রমিককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। আইক্যাম্প এর সার্বিক অবস্থা পরিদর্শন করেন মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, ইনটিমেইট ক্রিয়েশন লি. এর জিএম দেভনিহারা, ডিজিএম রাঘু, ফ্যক্টরি ম্যানেজার ফেরদৌস সরকার, ফিন্যান্স ম্যানেজার আশুতোষ, সহকারী ম্যানেজার মো. আরিফ, মমতার প্রজেক্ট ম্যানেজার রুমি বড়ুয়া প্রমুখ। উক্ত ক্যাম্পে চক্ষুচিকিৎসা সেবা প্রদান করেন ডা. চিন্ময় মল্লিক ও ডা. নওশিন। বিশ্বব্যাপী সাপ্লাই চেইনে কর্মরত স্বল্পআয়ের নারী কর্মীদের জন্য স্বাস্থ্য, আর্থিক অর্ন্তভুক্তি, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, পোশাক কর্মীদের পরিবারে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন ও সহায়ক কর্মপরিবেশ সৃষ্টিতে কাজ করছে রাইজ প্রকল্প। মমতা’র এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে বিজনেস ফর সোশ্যাল রেসপন্সিভিলিটি – বিএসআর। বিজ্ঞপ্তি