মনজুর আলমের মা মোস্তফা খাতুনের ওফাতবার্ষিকী পালন

1

হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র.) সহধর্মিণী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এর মাতা, রত্নগর্ভা ও মহীয়সী নারী মোস্তফা খাতুনের ১৪তম ওফাতবার্ষিকী ২৪ মে।
এ উপলক্ষে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যেগে খতমে কোরআনেপাক, মিলাদ ও দোয়া মাহফিল এবং মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ কর্মসূচি পালিত হয়। দোয়া মাহফিল শেষে মোনাজাতপূর্ব আলোচনায় মরহুমার পুত্র সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমার মা একজন ধার্মিক নারী এবং সমাজহিতৈষী ছিলেন। আমার মা গরীব দুখী নারীদের কল্যাণে এবং তাদের বিপদে-আপদে সদা সর্বদায় অকাতরে সাহায্য সহযোগীতা করতেন।
ধর্মীয় এ অনুষ্ঠান উপলক্ষে বাদে জুমা হযরত তৈয়ব শাহ্ (র.) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইউনুস রজভী মুসল্লিদের নিয়ে মোনাজাত পরিচালনা করেন।
ধর্মীয় এসব আয়োজনে মরহুমার পরিবারের সদস্যদের মধ্যে শাহীন আলম টিপু, মোহাম্মদ নিজামুল আলম রাজু, মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, মাওলানা ও হাফেজবৃন্দসহ মরহুমার পরিবারের সদস্য ও নাতিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি