মনজুর আলমের আয়োজনে সৈয়্যদ আহম্মদ শাহ্ সিরিকোটির ওরশ শরীফ পালন

11

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ মনজুর আলম এর আয়োজনে তাঁর মোস্তফা হাকিম বাসভবনে ২০ মে আহলে সুন্নাত ওয়াল জমাআতের প্রাণপুরুষ অলি-এ কামিল হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহম্মদ শাহ্ সিরিকোটি (র.) এর ৬৫তম সালানা ওরশ মোবারক পালিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআনে মজিদ, খত্মে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খত্মে গাউছিয়া শরীফ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, এ অলিয়ে কামিল ধর্মকর্ম ও কাদিরিয়া ত্বরীকাকে অতি সহজে পালনযোগ্য করে পৌছে দেন। তাঁর প্রচারিত ক্বাদেরিয়া ত্বরিকার মাধ্যমে সাধারণ মুসলমানদেরকে ইসলামের সঠিক রূপরেখার দিক নির্দেশনা দান করেন। জনাব মনজুর আলম বলেন, সৈয়্যদ আহম্মদ শাহ্ সিরিকোটি (রহ.) তাঁর পীরের নির্দেশমত “মাজমুআহ সালাওয়াতির (রাসুল সাল্লাহ তা’আলা আলাইহি ওয়াসাল্লাম)” গ্রন্থটি ছাপানোর ব্যবস্থা গ্রহণ করেন। ১৯৫৪ সালে আল্লামা সিরিকোটি রহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রামে “জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া” প্রতিষ্ঠা করেন এবং ‘আন্জুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। পবিত্র ইসলামের দিক্ষা নিয়ে ইসলামের খেদমতে অবদান রাখার জন্য জনাব মনজুর আলম ইমানদার মুলমানদের প্রতি আহবান জানান। এ ধর্মীয় কর্মসূচিতে আলেম ওলেমা ও হাফেজবৃন্দ ছাড়াও মনজুর আলমের পরিবারের সদস্যবর্গ অংশগ্রহণ করেন। এছাড়াও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম হযরত মঈন উদ্দিন শাহ্ (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআনেপাক, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারুক বিতরণ কর্মসূচি পালন করেছেন।