ভোটাররা বলেছেন তারা মোদীকে আর চায় না : রাহুল

1

কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ভোটাররা মোদীকে বলে দিয়েছেন, তারা আর তাঁকে চান না। এ নির্বাচন কেবল একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই ছিল না। নরেন্দ্র মোদী ও অমিত শাহ রাষ্ট্রীয় সংস্থাগুলো নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং ভয়ভীতি প্রদর্শন করেছিলেন।
রাহুল বলেন, আমরা ইন্ডিয়া জোটের সব সদস্যের প্রতি সম্মান জানাই। আমরা একসঙ্গে এ নির্বাচনে লড়েছি। জাতির সামনে নতুন রূপকল্প তুলে ধরেছে কংগ্রেস।
ভোটের ফলাফলকে মোদীর বিরুদ্ধে গণরায় দাবি করে সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মলি­কার্জুন খাড়গে বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বেআইনিভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল বিজেপি। এসব প্রতিষ্ঠানকে তারা বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করেছিল।
তিনি বলেন, জনগণ কোনো একটি দলকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। বিজেপি এক ব্যক্তির জন্য ভোট চেয়েছিল। মোদীজির বিরুদ্ধে গণরায় এসেছে।