ভুবনজয়ী বাবা সম্মাননা

4

মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ লাইভ’ ও মিডিয়াগ্রাফীর আয়োজনে, জেলা পরিষদ, চট্টগ্রাম এবং এএমএমএস গ্রæপের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ভুবনজয়ী বাবা সম্মাননা ২০২৪’।
গতকাল শনিবার বিকাল ৩টায় নগরীর রেডিসন বøু’র মেজবান হলে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, পিএইচপি গ্রæপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদ্য বিদায়ী কমিশনার কৃষ্ণপদ রায়, এএমএমএস গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, সাংবাদিক ও লেখক কামরুল হাসান বাদল, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের সত্ত্বাধিকারী মঞ্জুরুল হক, গীতিকার আসিফ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে সম্মাননা পান ১১ জন ভুবনজয়ী বাবা। তারা হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইউসুপ, কাজী আফতাবুর রহমান, মো. শাহ আলম, লেয়াকত আলী, কেশব দাশ, বিন্দু কুমার চাকমা, মো. আবুল হাশেম, জাফর আহমদ এবং আবুল হাশেম মিয়া।
জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আমার একজন বাবা ছিল এখন আমি আমার সন্তানের বাবা। বাবা হওয়ার মতো একজন পুরুষের গৌরব আর কিছুতে নেই। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখি মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বর্তমান প্রজন্মের সন্তানরা। যে মা-বাবা জন্ম দিয়েছে যে বাবা দুনিয়ায় সমস্ত কিছু উৎসর্গ করে সন্তানদের মানুষ করছে সেই সন্তানরাই এই অমানবিক কাজ করছে। এই ঘটনা যেন আর না ঘটে।’
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, ‘২২ বছর বয়সে আমি পিতা হারিয়েছি। পিতা হারনোর যন্ত্রণা কত কষ্টের সেটা আমি বুঝি। যাদের বাবা বেঁচে আছেন তারা পরম ভাগ্যবান। মাত্র দুটি বর্ণের একটি শব্দ বাবা। এই ছোট শব্দের মধ্যে আকাশের মতো বিশাল ছায়া লুকিয়ে। আমাদের জন্য বাবাদের যে ত্যাগ তিতিক্ষা তার ঋণ কোনোভাবেই পূর্ণ করা সম্ভব না। তাই আমাদের বাবাদের প্রতি আমাদের যে দায়দায়িত্ব আছে তা যেন আমরা সঠিকভাবে পালন করি।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, ‘বাবা বলেছিলেন তুমি যদি জীবনে শিক্ষা অর্জন না করো তাহলে কোনো মূল্যায়নই থাকবে না। বাবা আমাকে পড়াশোনার জন্য অনেক তাগাদা দিতেন। যার ফলে আজ আমি এতদূর এসে পৌঁছেছি। সন্তান যখন মানুষের মতো মানুষ হন তখন বাবাদের বুক গর্বে ভরে উঠে। তেমনি একজন বাবা হিসেবে আমার সন্তানদের সাফল্যে একই অনুভূতি।’ খবর বিজ্ঞপ্তির