ভাষা সৈনিকদের মর্যাদা দানের মাধ্যমে বাংলা ভাষা চর্চায় এগিয়ে আসতে হবে

3

প্রয়াত ভাষাসৈনিক মুস্তাফিজুর রহমানের নাগরিক শোকসভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের (অব.) বিচারপতি সিকদার মুকবুল হক বলেছেন, ভাষা সৈনিক ও ভাষা শহিদদের মর্যাদা দানের মাধ্যমে বাংলা মায়ের ভাষা চর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ২৭ জুন বিকেলে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ (বিএইচআরপি) এর প্রধান উপদেষ্টা, জাতিসংঘে দাপ্তরিক কাজে বাংলা সন-তারিখ প্রচলন করার প্রস্তাবক এবং ‘জাতিসংঘের দাপ্তরিক কাজে বাংলা তারিখ ব্যবহার করা হোক’ গ্রন্থের লেখক, প্রখ্যাত ভাষাসৈনিক মো. মুস্তাফিজুর রহমানের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস চর্চস পরিষদের সভাপতি সোহেল ফখরুদ-দীন। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও রাষ্ট্রদূত কবি মাজেদা রফিকুন নেসা, বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব, গবেষক ড. মোহাম্মদ জকরিয়া, ভাষা গবেষক ড. মোমতাজ উদ্দিন আহমদ, এবিএম মহিউদ্দিন আহমেদ চৌধুরী, ডা. হাফিজুর রহমান, কবি মতিয়ার রহমান, কবি ফরিদ সাইদ, কবি নাজমুল আহসান, মোহাম্মদ রিয়াদ খান, সৈয়দ আনিসুর রহমান, সৈয়দ সরোয়ার হোসেন, একেএম আশরাফ উদ্দিন, ডা ম আ আ মুক্তাদীর প্রমুখ। বিজ্ঞপ্তি