ভাষার মাসে মোপলেসের তিনদিনের অনুষ্ঠানমালা

48

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রাম এর উদ্যোগে গত ৩১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার দাশ, নারায়ণ দাশ, কানুরাম দে, হানিফুল ইসলাম চৌধুরী, সুজন মুজমদার, দিলীপ সেনগুপ্ত, মো. কামাল হোসেন, দেবেন্দ্র দাশ দেবু ও রতন ভট্টাচার্য প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ভাষার মাসে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সূচিত্রা সেন এর স্মরণানুষ্ঠান, ১৬ ফেব্রুয়ারি শনিবার অমর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকেল ৪টায় শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় একুশের কবিতার স্রষ্টা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ কবিতার কবি মাহবুবুল আলম চৌধুরী ও বরেণ্য গীতিকার-সুরকার ও শিল্পী বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল এর স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে সজল চৌধুরীকে চেয়ারম্যান, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, শওকত আলী সেলিম, খোরশেদ আলম, বোরহান উদ্দিন গিফারী, লায়ন সুজিত দাশ অপু, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, কানুরাম দাশকে কো-চেয়ারম্যান, সজল দাশকে প্রধান সমন্বয়কারী, কানুরাম দে, সুজিত চৌধুরী মিন্টু, এম. নুরুল হুদা চৌধুরী, সালাউদ্দিন লিটন, শিমুল দত্ত, নারায়ণ দাশ, মো: কামাল হোসেন, আসিফ ইকবাল, হানিফুল ইসলাম চৌধুরী, দিলীপ সেনগুপ্ত, ছবির আহমদ, সৈয়দা শাহানারা আরা বেগম, রোজী চৌধুরী, শবনম ফেরদৌসী, কাকলী দাশগুপ্তা, ড. শিউলী চৌধুরী, খোকন সুশীল, দেবেন্দ্র দাশ দেবু, সোহেল তাজ, সুজন মজুমদার, শিমুল রাবেয়া, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, রতন ঘোষ, রতন ভট্টাচার্যকে সমন্বয়কারী ও অচিন্ত্য কুমার দাশকে সদস্য সচিব করে একটি উদ্যাপন কমিটি করা হয়। মোপলেসের ৩ দিনব্যাপী অনুষ্ঠান কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি আলোচক হিসেব উপস্থিত থাকবেন এবং টিভি ও বেতার শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন। উদ্যাপন কমিটি ও সংগঠনের পক্ষ থেকে সবাইকে সবান্ধবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি