ভারী বর্ষণে তানজানিয়ায় স্বর্ণ খনিতে ২২ জনের মৃত্যু

27

পূর্বদেশ অনলাইন
ভারী বর্ষণে আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সিমিউ অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। ওই অঞ্চলের বারিয়াদি জেলার প্রশাসক সাইমন সিমালেঙ্গা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৪ থেকে ৩৮ বছর বয়সী একদল লোক এমন একটি জায়গায় খনন শুরু করেছিলেন, যেখানে ভারী বৃষ্টিপাতের কারণে কার্যক্রম বন্ধ ছিল। প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ভূমিধস ও প্রাণহানির খবরে ‘দুঃখ’ প্রকাশ করেছেন। সাইমন বলেছেন, প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছিল, ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন।কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ২২ জনের মরদেহ পেয়েছি। বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ উৎপাদক দেশ হিসেবে পরিচিত পূর্ব আফ্রিকার এই দেশটি। সূত্র: বিবিসি