ভারতে খেলার স্থানে আগুন নিহত ৩২

3

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে খেলাধুলার স্থানে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। একজন এখনও নিখোঁজ রয়েছে। ধ্বংসস্ত‚পের নিচে তিনি আটকা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার (২৬ মে) সন্ধ্যায় রাজ্যের রাজকোট শহরে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব জানিয়েছেন, সন্ধ্যায় যখন গেমিং জোনের ভিতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক পটেল জানিয়েছেন, আগুনে নিহতদের দেহগুলি এমন ভাবে ঝলসে গেছে যে শনাক্ত করা যাচ্ছে না। শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনায় শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে টিআরপি গেম জোনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈন-সহ তিন জনকে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ জানা যায়নি।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, আগুনের কারণ জানতে শীর্ষ আইপিএস আধিকারিক সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। অগ্নিকান্ডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রবিবার ভোরেই ঘটনাস্থলে যান তিনি। সেখান থেকে আহতদের দেখতে হাসপাতালেও যান।