ভাটিয়ারী তারকেশ্বরী কালী মন্দিরে গীতা জয়ন্তী

0

সীতাকুন্ডের ভাটিয়ারী শ্রীশ্রী তারকেশ্বরী কালী মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বাৎসরিক গীতা জয়ন্তী অনুষ্ঠান ৩ মে অনুষ্ঠিত হয়। বিষ্ণু পাল ও টিটু নাথের পরিচালনায় মন্দির প্রাঙ্গণে সকাল দশটায় গীতা শিক্ষার্থীরা সমস্বরে গীতাপাঠ করেন। কেন্দ্রের সাধারণ সম্পাদক নন্দন রায়ের সঞ্চালনায় অতিথি ছিলেন প্রকৌশলী রতন কুমার রায়, প্রকৌশলী সমর দাশ, কাজল রুদ্র, মাস্টার রনজিত দাশ, মানবাধিকার নেতা সুপন সিকদার, তাপস লাল শর্মা, সুব্রত রায়, ছোটন দাশ প্রমুখ।
বক্তারা বলেন, গীতায় ভগবান মানবতার শিক্ষা দেন, গীতা শিক্ষা অর্জন করলে কোন সনাতনী সন্তান তার মাতা-পিতাকে অশ্রদ্ধা করতে পারেন না, নিজ ধর্মকে অবহেলা করতে পারেন না। উজ্জ্বল পাল ও বাবু পালের তত্ত¡াবধানে অতিথিরা গীতাপাঠ প্রতিযোগিতায় অংশ নেয়া প্রায় দুইশ শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন প্রদীপ শীল, বিপ্লব নাথ, রুবেল পাল, জুয়েল পাল, প্রান্ত পাল, শ্রাবণ পাল, নন্দন রুদ্র, শ্যামল রুদ্র, অপু পাল প্রমুখ। শেষে দুপুরে অন্ন প্রসাদ নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি