ব্রাজিলে বন্যায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত

8

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে রেকর্ড বন্যায় চার লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, মৃত্যু হয়েছে ১২৬ জনের আর নিখোঁজ রয়েছেন আরও ১৪১ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝখানে বন্ধ থাকার পর শুক্রবার বৃষ্টি আবার ফিরে এসেছে। এক কোটি ৯ লাখ জনসংখ্যার রাজ্যটি বন্যার পাশাপাশি ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমুল বৃষ্টিতে রাজ্যটির অনেকগুলো নদী ও হ্রদের পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর নতুন রেকর্ড গড়েছে। বন্যায় বহু সড়ক ডুবে গেছে, ফলে যান চলাচল ব্যাহত হয়ে কয়েকটি এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স সর্বশেষ তথ্যে জানিয়েছে, বন্যায় এ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসদানকারী মেটসুল জানিয়েছে, শুক্রবার হিও গ্রাঞ্জে দো সুলের অধিকাংশ শহরে বৃষ্টি হতে পারে, ঝড় হওয়াও সম্ভাবনা আছে। ঝড়বৃষ্টি সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ব্রাজিলের এই রাজ্যটি গ্রীষ্মমÐলীয় ও মেরু বায়ুমÐলের এক ভৌগলিক মিলনস্থল, ফলে এখানে এমন এক অবহাওয়া প্যাটার্ন তৈরি হয়েছে যেখানে একসময় প্রচুর বৃষ্টি হয় আর অন্যসময় খরা বিরাজ করে।