বোয়ালখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চরণদ্বীপ চ্যাম্পিয়ন

6

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব -১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চরণদ্বীপ ইউনিয়ন ফুটবল একাদশ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন আয়োজিত কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বোয়ালখালী পৌরসভা ফুটবল একাদশ বনাম চরণদ্বীপ ইউনিয়ন ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ড্র করে সরাসরি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে পৌরসভা ফুটবল একাদশকে ২ -১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় বোয়ালখালী পৌরসভা ফুটবল একাদশ।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আব্দুচ ছালাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো জাহেদুল হক। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর নওশাদ, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, প্যানেল মেয়র তারেকুল ইসলাম, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু, যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবলু, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ সচিব কামরুল হাসান তালুকদার প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা রেফারী এ্যাসোসিয়েশনের সদস্য খোরশেদ আলম, সহকারী রেফারি ছিলেন জসিম উদ্দিন টিপু ও এএমএন সৈকত আলম। ধারা বর্ণনায় ছিলেন এস এম জসিম উদ্দিন। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।