বেস্ট ক্লাইমেট ফোকাস পুরস্কার পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

4

বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাসটেইনেবল রেটিং এর জন্য ‘বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংক’ হিসেবে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট এবং গ্রীনটেক ফাউন্ডেশন যৌথভাবে ২৩ মে সিনেট ভবনে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. সীতেশ চন্দ্র বাছার।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত এইচ. ই. একিম ট্রোসটার এবং সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত এইচ. ই. এলেক্স বার্গভনলিন্ডে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচকবৃন্দ দেশের টেকসই উন্নয়নের জন্য সবুজ অর্থায়নের প্রতি গুরুত্ব আরোপের পাশাপাশি দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অধিক অর্থায়নের জন্য সকলকে উৎসাহিত করেন। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর সদস্য এভিপি, সাহাবুব আলম এবং এভিপি মোহাম্মদ মনজুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি