বেলিংহ্যাম জাদুর পর কেইনের গোলে শেষ আটে ইংল্যান্ড

2

স্পোর্টস ডেস্ক

বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে বিবর্ণ দেখা যায় ইংল্যান্ডকে। অপরদিকে সুযোগ পেলেই দারুণ আক্রমণ করে বসে স্লোভাকিয়া।
এর ফলও পায় তারা। প্রথমার্ধেই এগিয়ে যায় দলটি। যদি শেষে গিয়ে বাজিমাত করেন বেলিংহ্যাম। যোগ করা সময়ে ত্রাতা হয়ে চোখ ধাঁধানো এক গোলে সমতায় ফেরান দলকে। পরে অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে এগিয়ে গিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।
স্লোভাকিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ইভান গ্রান্স।
এদিকে প্রথমবারের মতো ইউরোতে এসে ইতিহাস গড়েছিল জর্জিয়া। পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করা দলটি অবশ্য উজ্জীবিত হয়ে এসেছিল স্পেনের বিপক্ষে খেলতে।
শুরুটা ভালো করলেও শেষদিকে গিয়ে তারা আর পারেনি। ফলে হেরে আসর থেকে বিদায় নিতে হয় তাদের।
উয়েফা ইউরোর শেষ ষোলোয় গতকাল জর্জিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে স্পেন। শুরুতেই নরমান্দের আত্মঘাতী গোলে জর্জিয়া এগিয়ে গেলেও স্পেনকে সমতায় ফেরান রদ্রি। দ্বিতীয়ার্ধে ফাবিয়ান রুইস দলকে এগিয়ে নেওয়ার পর গোল পান নিকো উইলিয়ামস ও দানি ওলমো।