বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার সাধারণ সভা

1

বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থার প্রথম সাধারণ সভা ২১ জুন জামালখান বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে সংগীতশিল্পী শাশ্বতী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে ৬৫ জন বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক, গীতিকার, যন্ত্রসংগীত শিল্পী, নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক, নাট্যশিল্পী, বাচিকশিল্পী, সংবাদপাঠক, উপস্থাপক সংস্থার সাধারণ সদস্যপদ গ্রহণ করেন। সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, ঋষিয শিল্পী গোষ্ঠির প্রধান সমর বড়ুয়া, শিল্পী স্বপন কুমার বড়ুয়া, সলিল কান্তি বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, ত্রিদিব কুসুম বড়ুয়া রানা, দিলিপ বড়ুয়া, শ্যামল মিত্র বড়ুয়া, ওস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, শ্যামলী বড়ুয়া, ডালিম কুমার বড়ুয়া, লুপর্ণা মুৎসুদ্দি, প্রকৌশলী অপু কুমার বড়ুয়া, প্রকাশ চন্দ্র বড়ুয়া, অনন্য বড়ুয়া, অনুজিত বড়ুয়া লিমন, সাংবাদিক সুনীল বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া, সমাপ্তি বড়ুয়া, ফুলকি বড়ুয়া, প্রত্যয় বড়ুয়া অভি, স্বপ্নীল বড়ুয়া ডানা, পাপড়ি বড়ুয়া, রুমি বড়ুয়া চৌধুরী, সুরঞ্জন মুৎসুদ্দি, আপন বড়ুয়া অমি, সুমন বড়ুয়া, রতন কুমার বড়ুয়া প্রমুখ। উপস্থিত শিল্পীদের সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভাপতি-শাশ্বতী তালুকদার, সহ সভাপতি-ত্রিদিব কুসুম বড়ুয়া রানা, ওস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক-তাপস কুমার বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক-শরণ বড়ুয়া, সোমা বড়ুয়া প্রমা অবন্তী, অর্থ সম্পাদক-সাগরিকা বড়ুয়া, সহ অর্থ সম্পাদক-পাপড়ি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক-ডালিম কুমার বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক- সুমন বড়ুয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক-অনন্য বড়ুয়া, অনুজিত বড়ুয়া লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক-প্রকৌশলী অপু বড়ুয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-ররুম বড়ুয়া চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক- শ্যামলী বড়ুয়া, দপ্তর সম্পাদক-রতন কুমার বড়ুয়া, কার্যকরী সদস্য-রনেশ্বর বড়–য়া, শ্যামল মিত্র বড়ুয়া, প্রকাশ চন্দ্র বড়ুয়া, মানসী বড়ুয়া, সুনীল বড়ুয়া। বিজ্ঞপ্তি